আগাম টিকিট নিতে কমলাপুরে উপচেপড়া ভিড়

ফাইল ছবি

আগাম টিকিট নিতে কমলাপুরে উপচেপড়া ভিড়

নিউজ ২৪ ডেস্ক

ঈদকে সামনে রেখে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। আজ দ্বিতীয় দিন কমলাপুরে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। কাউন্টার খোলার কয়েক ঘণ্টা আগে থেকেই টিকিট পেতে রেলস্টেশনে জড়ো হতে থাকে মানুষ। প্রতিটি কাউন্টারের সামনেই দেখা গেছে দীর্ঘ লাইন।

শনিবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের ২৩টি কাউন্টার থেকে একসঙ্গে টিকেট বিক্রি শুরু হয়। এদিন দেয়া হয়েছে ২৮ অাগস্টের টিকিট।

এবার কোরবানির ঈদে তিন দিনের সরকারি ছুটি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আগের দিন বৃহস্পতিবার হওয়ায় সেদিনের টিকেটের চাহিদাই সবচেয়ে বেশি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শনিবার ৩১টি আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকেট বিক্রি করা হচ্ছে। ৩৫ ভাগ কোটার জন্য রেখে বাকি টিকেট কাউন্টার থেকে পাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকেটও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

সম্পর্কিত খবর