করোনায় আক্রান্ত হলেন রোনালদিনহো

করোনায় আক্রান্ত হলেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। রোববার (২৫ অক্টোবর) নিজেই জানালেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক শনিবার বেলো হরিজোন্তে সিটিতে যান একটি অনুষ্ঠানে। সেখানেই কভিড-১৯ পরীক্ষা করান এবং পরীক্ষায় ধরা পড়ে তিনি পজিটিভ।

তার থেকে ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য বেলো হরিজোন্তেতেই স্বেচ্ছা বিচ্ছিন্নাবাসে(আইসোলেশন) গেছেন।


আরও পড়ুন: নির্বাচনে বাইডেনকে অর্থ দেয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি পুতিনের


রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোনালদিনহো জানিয়েছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজোন্তেতে আছি, এসেছি একটি অনুষ্ঠানে যোগ দিতে। কভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ। আমি ভালো আছি, শরীরে কোনো উপসর্গ নেই।

অনুষ্ঠানটি পিছিয়ে গেছে। তবে শিগগিরই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!’