জার্মানীতে এবারও অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

জার্মানীতে এবারও অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

আশরাফুল হক আকাশ

স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে আয়োজন করা হয়েছে সার্বজনীন শারদীয় দূর্গাপুজার। বার্লিন হিন্দু সোসাইটি আয়োজিত দূর্গাপুজায় ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভীড়।

জার্মানীর রাজধানী বার্লিনে আয়োজন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। তবে করোনা মহামারির কারণে দেবী বন্দনায় যোগ দিতে পারেননি অনেকেই।

দ্বিতীয়বারের মত বার্লিন হিন্দু কালচারাল সোসাইটির এই পূজা মন্ডপ ভক্ত ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে। করোনা থেকে মুক্তির জন্য দেবীর চরণে ফুল দিয়ে প্রার্থনা করা হয়।

এসময় তারা বলেন, করোনার কারণে এবার খুব স্বল্প পরিসরে পূজা উদযাপন করা হচ্ছে। এসময় তারা করোনা থেকে মুক্তি কামনায় প্রার্থনা করে।


আরও পড়ুন: কুয়েতের নতুন অভিবাসী আইন: বিপদে পড়তে যাচ্ছেন প্রবাসী শ্রমিকরা


স্বাস্থ্যবিধি মেনে পূজোয় আসা ভক্তরা ছিলেন দারুণ আপ্লুত। বাংলাদেশিসহ সবাই সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানান। তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনেই পূজা করা হচ্ছে। ভক্তকুলের আশা, দেবীর আশীর্বাদে বিশ্ব দ্রুত করোনামুক্ত ও শান্তিময় হবে।

news24bd.tv আহমেদ