‘মহানবী (সা:) কে অবমাননা করা বাকস্বাধীনতা নয়’

‘মহানবী (সা:) কে অবমাননা করা বাকস্বাধীনতা নয়’

অনলাইন ডেস্ক

বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ (সা:) কে অবমাননা করা কোনোভাবেই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না বলে জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ফ্রান্সে মহানবী (সা:) কে অবমাননা করে কার্টুন প্রকাশ করার নিন্দা প্রকাশ করে হিজবুল্লাহ আরও জানায়, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলামের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের কার্টুন প্রকাশ কোনভাবেই বাকস্বাধীনতা হতে পারে না। এ ধরনের বিদ্রূপাত্মক কার্টুন প্রকাশ করায় এবং ফ্রান্সে ইসলাম ভীতি ছড়িয়ে দেয়ার জন্য হিজবুল্লাহ তাদের বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের এই কর্মকাণ্ডের কারণে ইউরোপে বসবাসরত মুসলিম ও আরবদের পাশাপাশি সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।


আরও পড়ুন: ম্যাকরনের ইসলামবিদ্বেষী মনোভাবের জবাব দিল ইরান


হিজবুল্লাহ বলছে, ঐশী ধর্ম ইসলাম এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়ে বাক স্বাধীনতার মিথ্যা দাবি কোনভাবেই যৌক্তিক হতে পারে না। বিবৃতির শেষে হিজবুল্লাহ ফরাসি সরকারকে এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী প্রকাশনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

news24bd.tv আহমেদ