১১ ‍দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

১১ ‍দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

নাব্য সংকটে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১১দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।  

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে  ‘ফেরি কিশোরী’ ও ‘ফেরি কাকলি’ কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

ফেরিগুলো পদ্মার লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের মাঝ দিয়ে চলাচল করছে।

ড্রেজিংয়ের সাহায্যে ওই চ্যানেল নতুন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

 


আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এএসআই আটক


এর আগে গতকাল রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তবে বহরে থাকা সব ফেরি এখনই সচল হচ্ছে না।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ‘ফেরি কুমিল্লা’ কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দেয়। তাই আজ সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। রাতের বেলা ফেরি বন্ধ থাকবে।

news24bd.tv নাজিম