পাহাড়ে পেঁপে রেড লেডির বাম্পার ফলন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

সমতলে ভাইরাস আক্রান্তের অভিযোগ থাকলেও,পাহাড়ে বেশ ভালো ফলন হচ্ছে পেঁপের হাইব্রিড জাত রেড লেডির। উৎপাদন ভালো হওয়ায় জাতটির প্রতি আগ্রহ বাড়ছে রাঙামাটির কৃষকদের।

পাহাড়ের পেঁপে এখন চট্টগ্রামের পাইকারি বাজার ছাড়িয়ে বিক্রি হচ্ছে ঢাকার আড়তেও। এতে লাভের পরিমান বেড়েছে চাষিদের।

 


আরও পড়ুর: ওদের শাদা হাত কালো হাত ভেঙে দিন


রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্ত্বর। পাহাড়ি জমিতে সারি সারি রেড লেডি পেঁপে গাছ। উন্নত জাতের এসব গাছের প্রতিটিতে ৫০ থেকে ১২০ টি ফল ধরে। ফলন ভাল হ্ওয়ায় বেশ খুশি কৃষকরা।

বগাচত্ত্বরের বৈরাগী গ্রামে এই বাগান মমিনুল হকের। চলতি বছর তার উৎপাদন ২৯ মেট্রিক টন।  

ফলন ভাল হওয়ায় মমিনুলের পাশাপাশি, অন্য চাষিরাও রেড লেডি জাতের প্রতি আগ্রহী হচ্ছেন।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা বলছে, পাহাড়ী মাটি এবং আবহাওয়া রেড লেডি চাষের জন্য উপযুক্ত।

চলতি মৌসুমে রাঙামাটির বিভিন্ন উপজেলায়, সাড়ে ছয়শ হেক্টরের বেশি জমিতে চাষ করা হয়েছে রেড লেডি পেঁপে।

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর