সমর্থকদের বেশিরভাগই ফলাফল মেনে নেবে

সমর্থকদের বেশিরভাগই ফলাফল মেনে নেবে

আন্তর্জাতিক ডেস্ক

আর মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন কে নিচ্ছে, হোয়াইট হাউসের দখল, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

তবে ভোটের লড়াইয়ে যে-ই জিতুক, সমর্থকদের বেশিরভাগই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত।
১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রয়টার্স পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ৭৯ শতাংশ মার্কিনিই নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন:পণ্য বর্জন করবেন না : ফ্রান্স


এছাড়া বাইডেনকে জয়ী দেখতে চাওয়া ৫৭ শতাংশ আমেরিকানসহ ৭৩ শতাংশ জানিয়েছেন, ট্রাম্প জিতলেও তারা নির্বাচনি ফল মেনে নেবেন। বাইডেনের ২২ শতাংশ সমর্থক ট্রাম্পের জয়কে প্রত্যাখ্যান করবেন বলে জরিপে উঠে এসেছে।

ট্রাম্প সমর্থকদের মধ্যে ১৬ শতাংশ মার্কিনি বলেছেন, তারা বাইডেনের জয়কে মেনে নেবেন না। এদিনে নির্বাচনের আগে বিশেষভাবে দোদুল্যমান বা সুইং স্টেটগুলোতে বেশি করে প্রচারণা চালাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী।

রোববার প্রেসিডেন্ট ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার ও তাঁর রানিংমেট মাইক পেন্স নর্থ ক্যারোলাইনায় প্রচারণা ও জনসভা করেন।

news24bd.tv নাজিম