বন্ধু দুই দেশে সপ্তাহে ৫৬টি ফ্লাইট

প্লাবন রহমান

বাংলাদেশ-ভারতের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে আগামী ২৮ অক্টোবর থেকে। ’এয়ার বাবল’ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট চালু হচ্ছে প্রতিবেশী বন্ধু দেশ দুটির মধ্যে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে-করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোন যাত্রী বিমানে যাতায়াত করতে পারবেন না।

করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে থাকে চলতি বছরের মার্চ থেকে।

এরই ধারাবাহিকতায়-প্রতিবেশী ভারতের সঙ্গেও আকাশ পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভিসা দেয়াও বন্ধ করে ভারত।  

আবারো ভারতীয় ভিসা প্রদান শুরু হওয়ায় আগামী ২৮ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। যেখানে সপ্তাহে ভারতের ৫টি এয়ারলাইন্স পরিচালনা করবে ২৮টি ফ্লাইট।

একইসংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের ৩টি এয়ারলাইন্স। এয়ার বাবল-চুক্তির অধীনে দীর্ঘ ৭ মাস পর ভারতের দিল্লী-চেন্নাই-কলকাতায় যাবে বাংলাদেশের ফ্লাইট। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নভোএয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে-ভারতের এয়ার ইন্ডিয়া,ইন্ডিগো, স্পাইসজেট,ভিস্তারা ও গোএয়ার সপ্তাহে বাংলাদেশে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। যেখানে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোন যাত্রী আসা-যাওয়া করতে পারবেন না।  


আরও পড়ুন: পণ্য বর্জন করবেন না : ফ্রান্স


আপাতত ৩ মাসের জন্য এই এয়ার বাবল ব্যবস্থাপনায় চলবে দু-দেশের ফ্লাইট। তবে-পর্যটক ছাড়া চিকিৎসা,ব্যবসায়,কূটনীতিকসহ ৯ ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত। সেক্ষেত্রে-তারাই এয়ার বাবলের সুবিধা নিয়ে ভারতে যাওয়া আসা করতে পারবেন।

news24bd.tv নাজিম