গাজীপুরে জুতার কারখানায় আগুন

গাজীপুরে জুতার কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বিকেলে টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

কারখানার মানব সম্পদ বিভাগের নিজাম উদ্দিন জানান, কারখানার নেমেলেশন ইউনিট ও ওয়েস্টিজ গুদাম পাশাপাশি অবস্থান। পৌনে চারটার দিকে প্রথমে গুদামে আগুন লাগে।

পরে ওই আগুন পাশের নেমেলেশন ইউনিটে আগুন ছড়িয়ে পরে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: লোকসানের আশঙ্কায় অল নিপ্পন এয়ারওয়েজ

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর