বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অ্যামি কনি ব্যারেট

বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অ্যামি কনি ব্যারেট

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অ্যামি কনি ব্যারেট। সিনেটের এমন সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্প আরো একধাপ এগিয়ে গেল। তবে অ্যামির নিয়োগ নিশ্চিত হয়ে যাওয়ায় বিপদে পড়ার আশঙ্কা রয়েছে ডেমোক্রেটদের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউজে শপথে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

   যুক্তরাষ্ট্রের সেনেট ৫২-৪৮ ভোটে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কনি ব্যারেটকে নিশ্চিত করে। ৪৮ বছর বয়সী অ্যামি হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক।


আরও পড়ুন: সাদ্দামের ‘ডানহাত’ আল-দৌরির মৃত্যু


সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আগে থেকেই চূড়ান্ত অনুমোদন পাওয়া একরকম নিশ্চিত ছিল অ্যামির। আর এবার নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ি হলে আবারো হাউস স্পিকার হতে চান ন্যান্সি পেলোসি।

এদিকে শেষ সপ্তাহে ভোটের মাঠে জোর প্রচারে নেমেছেন ট্রাম্প-বাইডেন।   

মঙ্গলবার  বাইডেন  প্রচার চালাবেন জর্জিয়ায়। অন্যদিকে চলতি সপ্তাহে  মিশিগান, উইসকনসিন,  অ্যারিজোনাসহ বেশ কয়েকটি  রাজ্যও প্রচার চালাবেন ট্রাম্প।

news24bd.tv আহমেদ