খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমাবার দিবাগত রাত ১ টা ৪৩ মিনিটে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


আরও পড়ুন: দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ


ঝিনাইদহের কোটচাঁদপুর রেল লাইনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন সিগন্যাল না দিয়ে ভুলক্রমে স্টেশনে প্রবেশ করলে অপরদিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারটি বগি লাইনচ্যুত হয়। রাত থেকেই খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

news24bd.tv আহমেদ