রংপুরে গৃহকর্মীকে ধর্ষণ মামলায় গৃহকর্তার যাবজ্জীবন

রংপুরে গৃহকর্মীকে ধর্ষণ মামলায় গৃহকর্তার যাবজ্জীবন

রেজাউল করিম মানিক, রংপুর

 রংপুরে গৃহকর্মীকে  ধর্ষণের ঘটনায় আসামি  মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের পহেলা বৈশাখের দিন দুপুরে ভুক্তভোগী ওই গৃহকর্মীকে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে গৃহকর্তা নয়া মিয়া। ভুক্তভোগী ওই নারী প্রায় সময় তার বাড়িতে কাজ করতো সেই সুযোগে গৃহকর্মীর বাড়িতে যাতায়াত ছিল নয়া মিয়ার।

পরে গৃহকর্মী ওই নারী গর্ভবতী হয়ে পড়লে স্থানীয় সালিশে আসামি নয়া মিয়া ধর্ষণের কথা স্বীকার করে তাকে তিন দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিয়ে না করায় ছয় মাসের গর্ভাবস্থায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণের মামলা দায়ের করে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে ঘরভাড়া, ধর্ষণচেষ্টাকালে তরুণীর চিৎকারে ধরা বিজিবি সদস্য

দীর্ঘ প্রায় এক যুগ বিচারকার্য চলার পর আজ প্রধান আসামি নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর