গো-খাদ্য সংকট চরমে

সাইফুল ইসলাম প্রিন্স

গাইবান্ধায় বন্যা দুর্গত এলাকায় গো-খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক দফা বন্যায় ঘাস, তৃণলতা নষ্ট হওয়ায় গবাদী পশুর খাদ্য নিয়ে বিপাকে পড়েছেন খামারীরা।  

গাইবান্ধায় এবার পাঁচদফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়। ফসলী জমি ও চারণভূমি তলিয়ে যাওয়ায় গো খাদ্যর চরম সংকট দেখা দিয়েছে।

এতে বিপাকে পড়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের খামারীরা। তারা জানান, বেঁচে থাকার একমাত্র অবলম্বন গবাদি পশুর খাবার জোটানো নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন তারা।

এবারের দীর্ঘ বন্যায় গরুর খাবারসহ সবকিছু পচে যাওযায় খড়ের দাম বেড়েছে কয়েক গুন। বর্তমানে  ৮শ থেকে ১ হাজার টাকা মন দরে কিনতে হচ্ছে খড়।

এ অবস্থায় গরুর খাদ্যের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।  

বিক্রেতারা বলছেন, দিনাজপুর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ থেকে খড় আনায় পরিবহণ খরচ বেশী হচ্ছে, ফলে বাড়ছে খড়ের দাম। সংশ্লিস্টরা বলছেন, এ পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারীদের সব ধরণের সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রাণি সম্পদ কর্মকর্তারা।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক