ইরফানের টর্চার সেলে আরও মিলল ইলেকট্রিক শক ব্যবস্থা

ইরফানের টর্চার সেলে আরও মিলল ইলেকট্রিক শক ব্যবস্থা

অনলাইন ডেস্ক

পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনের প্রাসাদের মতো বাড়িতে থাকতেন কাউন্সিলর ইরফান সেলিম। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও মামলার জের ধরে সেখানেই অভিযান চলায় র‌্যাব।

যেখানে মেলে এক শক্তিশালী ওয়াকিটকি বেজ-স্টেশন।

র‌্যাব লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, এটাই ছিল ইরফান সেলিম নেটওয়ার্কের কন্ট্রোল রুম।

২৬ তারিখের অভিযানে, বাসায় পাওয়া যায়, গুলিভর্তি দুটি বিদেশি পিস্তল। যা দিয়ে, আত্মরক্ষা আর আধিপত্য বিস্তার দুটোই চলতো।

প্রাসাদের পাশের ভবনের ১৪ তলায় সন্ধান মেলে, ইরফান সেলিমের টর্চার সেল। সেখানে আছে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা।

আছে হ্যন্ডকাপও।

মাদক সেবন, অবৈধ অস্ত্র রাখাসহ বেশ কয়েকটি বিষয়ে, মামলা হয়েছে, ইরফান সেলিম আর তার সহযোগীদের বিরুদ্ধে। ঢাকার পুলিশ কমিশনার বলছেন, তদন্ত হবে প্রভাবমুক্ত।

২৫ অক্টোবর সন্ধ্যায়, কলাবাগান ক্রসিং এ নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের পর গ্রেপ্তার হয় ইরফান সেলিম।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর