নতুন ম্যানেজার পাচ্ছে জাতীয় ফুটবল দল

মাহফুজুল ইসলাম

নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যদিয়েই নতুন ম্যানেজার পাচ্ছে জাতীয় ফুটবল দল। টেকনিক্যাল কাউকে নয়, প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তির হাতেই উঠছে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব। সেই সঙ্গে জাতীয় দলের জন্য একটি সিলেকশন প্যানেল গঠনের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সত্যজিৎ দাশ রুপু।

জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দীর্ঘদিন ধরেই ছিলেন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে। বাফুফের সদস্য একই সঙ্গে আবাহনী ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালনের পর জাতীয় দলের ম্যানেজার থাকাটা কতোটা যৌক্তিক? এই প্রশ্নে বহুদিন ধরেই আছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা।

এবার পাল্টাচ্ছে প্রেক্ষাপট। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আর থাকছেন না সত্যজিত দাশ রুপু, সে কথা সাফ জানিয়ে দিলেন কাজী সালাউদ্দিন।

সেই সঙ্গে নির্বাহী কমিটির অন্য কারো এই পদে আসার সম্ভাবনা নেই বলে জানান বাফুফে সভাপতি।

জাতীয় দলের নির্বাচন নিয়ে নানা মহলে নানা সমালোচনা হয়েছে বিভিন্ন সময়। বিভিন্ন মহল থেকে অনেক সময় দাবি উঠেছে, জাতীয় দল নির্বাচনে করা হোক নির্বাচক প্যানেল। পুরোপুরি না হলেও আংশিকভাবে সেই কাজ শুরু করতে যাচ্ছে বাফুফে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর