বাকস্বাধীনতা না বুঝা মূর্খতা

বাকস্বাধীনতা না বুঝা মূর্খতা

তসলিমা নাসরিন

বাংলাদেশে মূর্খ মোল্লাদের মিছিল হলো, তারা নাকি ফরাসি জিনিসপাতি আর কিনবে না। আরো কিছু মুসলিম দেশেও ফরাসি কিছু  কিনবে না, ফরাসি কিছু বিক্রি করবে না - এই স্লোগান উঠেছে। মূর্খের সংখ্যা যখন বেশি হয়ে যায়, তখন সমস্যা। এই মূর্খগুলোর দাবি শুনে সরকার প্রমাদ গোণে।

মূর্খ তৈরির কারখানা তো অতি- চালাক- সরকারদেরই তৈরি করা।

এদের গণতন্ত্র না শিখিয়ে, বাকস্বাধীনতা কী কাহাকে বলে না শিখিয়ে মূর্খ হওয়ার ছবক দিয়েছে। কার ক্ষতি ফরাসি জিনিস বর্জন করলে? তোদের স্যাটেলাইট বঙ্গবন্ধুকে নামিয়ে ফেল। ওটা তো ফরাসি দেশে তৈরি।

৫৭ লাখ মুসলিমকে যদি ফরাসি দেশ বর্জন করে, তাহলে কী উপায় হবে? বর্জন এক তরফে কেন, দুই তরফেই তো হওয়া উচিত। ফরাসি দেশে বসে থাকা মূর্খগুলো কী করতে চায়? ওরা তো দ্রব্যও বর্জন করতে চায় না, দেশও বর্জন করতে চায় না। ওরা বরং ছুরি শানায় আর কারও মুণ্ডু আল্লাহু আকবর বলে ধড় থেকে আলাদা করা যায় কি না।


আরও পড়ুন: মনে হচ্ছে সংকটে আছে ফ্রান্স ও এমানুয়েল মাক্রোঁ


মূর্খদের মস্তিস্ক থাকে ওদের লিঙ্গে। ওই লিঙ্গ দিয়েই ওরা চিন্তা ভাবনা করে। খোয়াব দেখে ৭২ হুরের সঙ্গে অনন্তকাল বিরতিহীন সঙ্গমের, খোয়াবটা দেখায় ওই লিঙ্গ। যে এই খোয়াবের ব্যবস্থা করে দিয়েছে, তাকে নিয়ে মশকরা? রক্তের সাগরে ওরা ডুবিয়ে ফেলবে দুনিয়া!

লেখক: তসলিমা নাসরিন (ফেসবুক থেকে)

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক