ক্ষেত্র বিশেষে নয়, সবার জন্য আইনের শাসন একই থাকা উচিৎ (ভিডিও)

প্লাবন রহমান

সর্বস্তরে আইনের শাসন একইরকম থাকা উচিৎ বলে মনে করেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে-আইনের শাসন পুরোপুরি থাকলে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা কমবে বলেও মত তাদের। ভবিষ্যতে অপরাধ প্রবনতা কমাতে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের।

সংবিধান অনুযায়ী-আইনের প্রয়োগ হবে সবার জন্য সমান।

কিন্তু বিভিন্ন সময় সেই আইনের প্রয়োগের ক্ষেত্রে দেয়া যায় বৈষম্য-অস্বাভাবিকতা। এমন প্রেক্ষাপটে সমাজের সব স্তরে আইনের শাসন একই রকম দেখতে চান বিশেষজ্ঞরা।

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, কোন ব্যক্তি যতই ক্ষমতাবান বা প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি অনুযায়ী একই আইনে একই আদালতে বিচার করতে হবে।

news24bd.tv

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, অনেক সময় অনেক সাধারণ মানুষ নানা রকম হয়রানির শিকার হন।

কিন্তু তারা কোন প্রতিকার পান না।


আরও পড়ুন: অটোপাশ শুধু শিক্ষার্থীদের ক্ষতি নয়, রাষ্ট্রের জন্য বড় ক্ষতি


আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দি মেহিদী দাবি করেন, দেশে কোনদিনই আইনের শাসন ছিলো না। তবে বর্তমানে সেটি দেকা যায়।  

দেশের বয়স প্রায় ৫০ বছর হতে চলল। এখনও দেশে মানুষের মধ্যে আইন হাতে তুলে নেয়ার প্রবনতা উল্লেখ করার মত। আইনের শাসন পুরোপুরি কার্যকর নয় বলেই এমন প্রেক্ষাপট বিরাজমান বলেই অভিযোগ বিশেষজ্ঞদের।

আইন সবার জন্য সবসময় সমান-বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে সেই বার্তাটি মানুষের মগজে পৌছানো জরুরী বলেও মত বিশেষজ্ঞরা।

news24bd.tv আহমেদ