মুক্ত বাজার অর্থনীতির দোহাই দিলে বাজারে অনিয়ম বন্ধ হবে না

মুক্ত বাজার অর্থনীতির দোহাই দিলে বাজারে অনিয়ম বন্ধ হবে না

সুলতান আহমেদ

বাজার ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই আছে অশুভ সিন্ডিকেটের দৌরাত্ন এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, মুক্ত বাজার অর্থনীতির দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে বাজারে অনিয়ম বন্ধ হবেনা। এজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারনের তাগিদ তাদের। নিয়মের ব্যত্যয় হলে শাস্তি নিশ্চিত করারও পরামর্শ তাদের।

গেলো কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাড়তি দামে নাকাল ক্রেতারা। করোনা আসার শুরুর দিকে দ্রব্যমূল্য সহনীয় থাকলেও তা বেশিদিন স্থায়ি হয়নি। একেক সময়ে একেক পণ্যের বাড়তি দামে অসহায় হয়ে পড়ে ক্রেতারা। সম্প্রতি কেজিতে ৫০ টাকার উপরে উঠে আলু বাজার ব্যবস্থার নাকাল দশা স্পষ্ট করেছে।

 

news24bd.tv

বাধ্য হয়ে দুই ধাপে আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে সেই দামেরও কোন তোয়াক্কা করেনি ব্যবসায়ীরা। বেধে দেয়া ৩৫ টাকায় এখনও মিলছেনা অতি প্রয়োজনীয় এই পণ্যটি। শুধু আলু নয়, পেঁয়াজ, সবজি, চাল, তেলসহ নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা এখন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা। বিশেষজ্ঞরা তাই বলছেন, বাজারে নিয়ন্ত্রণ নেই সরকারের।

news24bd.tv

অর্থনীতিবিদ এম এম আকাশ বলছেন, সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের মতো দেশে বাজার নিয়ন্ত্রণে আসবে না, চলতে হবে সিন্ডিকেটের হাত ধরেই।


আরও পড়ুন: ক্ষেত্র বিশেষে নয়, সবার জন্য আইনের শাসন একই থাকা উচিৎ (ভিডিও)


সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমানের মতে, অনেক ক্ষেত্রেই দাম নির্ধারণ করছে অশুভ সিন্ডিকেট। ক্রেতাদের বাচাতে তাই তাদের নিয়ন্ত্রণের পরামর্শ এই বিশষজ্ঞের।  

অবশ্য বাজার নিয়ন্ত্রণে মাঝে মাঝে দেখা যায় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করতে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ সম্ভব নয়।  

এছাড়া বিভিন্ন ধাপে ব্যবসায়ীরা কে কতটুকু লাভ করবে তার সুস্পষ্ট নিদের্শনা বাস্তবায়ন জরুরী বলেও মত তাদের।

news24bd.tv আহমেদ