রাত ১২টার পর তাহাজ্জুত নামাজ পড়া যাবে কিনা?

নিজস্ব প্রতিবেদক

ইশার নামাজ আদায়ের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুত নামাজ পড়া যায়। তবে অর্ধ রাতের পর থেকে তাহাজ্জুত নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুত নামাজ আদায় করা সর্বোত্তম।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সা্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুত নামাজ তথা রাতের নামাজ।

’ (মুসলিম, তিরমিজি, নাসাঈ)


আরও পড়ুন: সূরা ইনশিরাহ’র গুরুত্ব ও ফজিলত


আল্লাহ তাআলা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুত নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন- ‘হে চাদর আবৃত, রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। ’ (সুরা মুজাম্মিল : আয়াত ১-২)

ফজিলতপূর্ণ এই নামাজ রাত ১২টার পর পড়া যাবে কিনা আসুন জেনে নেই।

news24bd.tv নাজিম