বিশ্বের বিভিন্ন দেশে দূর্গাপূজা উদযাপিত

বিশ্বের বিভিন্ন দেশে দূর্গাপূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ও হিন্দু ধর্মালম্বীদের দূর্গোৎসব। বিজয়া দশমীর মাধ্যমে সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে হিন্দু বাঙালিদের এই প্রাণের উৎসব।

জার্মানিতেও পালিত হয়ে গেল শারদীয়া দূর্গাোৎসব। বার্লিনে হিন্দু সোসাইটি আয়োজিত পূজামন্ডপে এসেছিলেন প্রচুর দেবীভক্ত।

আয়োজকরা জানান, বাঙালি হিন্দুদের এই উৎসব সার্বজনীন হয়ে জার্মানীতে পালিত হচ্ছে প্রতিবছর।


 

আরও পড়ুন: জার্মান আওয়ামী লীগের পাঁচ জনকে বহিস্কারের সিদ্ধান্ত


সোমবার বিসর্জনের আগে দশমীবিহিত পূজা, দর্পন বিসর্জন দেয়া হয়। এসময় দেবীভক্তরা মা দূর্গার কাছে আশীর্বাদ চাইলেন দেশ ও দেশের তথা সারাবিশ্বের সকল মানুষের মঙ্গল ও প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষার।  

এছাড়া ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়াতেও ঘরোয়া ভাবে এবারের দূর্গাপূজা উদযাপন করেছে ভিয়েনার সনাতন হিন্দু ধর্মালম্বী বাঙালীরা।

news24bd.tv

অস্ট্রিয়ায় করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এ বছর মন্দিরে পূজা উদযাপিত হয়নি। তবে দূর্গাপূজা সমিতি ভিয়েনা ঘরোয়াভাবে পূজার আয়োজন করেছে এবং অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজার কার্যক্রম সরাসরি সম্প্রচার করেন।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর