গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর

গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ট্রেন লাইনচ্যুত হলে বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রুটে ঘটনাস্থলের দু’দিকের ট্রেন চলাচল।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস সকাল সাড়ে দশটার দিকে জয়দেবপুর স্টেশন ছেড়ে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটের কয়েকটি ট্রেন জয়দেবপুর ও টঙ্গী স্টেশনে আটকা পড়ে।

পরে জয়দেবপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষে দুপুর ১২টার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

news24bd.tv আহমেদ