মেসির বিপক্ষে খেলা হচ্ছে না রোনালদোর

মেসির বিপক্ষে খেলা হচ্ছে না রোনালদোর

অনলাইন ডেস্ক

জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো করোনা পজিটিভ হয়েছেন অনেক আগেই। কিন্তু টানা তৃতীয়বারের করোনা পরীক্ষায়ও পজিটিভি এসেছেন এই তারকা ফুটবলার। তাই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার রাতে মেসির বার্সেলোনায় বিপক্ষে খেলা হচ্ছে না সিআরসেভেনের।

চলতি মাসের শুরুতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন পর্তুগিজ যুবরাজ।

যে কারণে পর্তুগালের হয়ে একটি ও জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচ মিস করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে খেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'র অর জয়ী তারকা।

বার্সার বিপক্ষেও তার খেলতে না পারার শঙ্কাটা ছিলই। তবে ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে তিনি খেলার ছাড়পত্র পেতেন।

মঙ্গলবার রাতে তাই আবার করোনা পরীক্ষা করানো হয় রোনালদোর। কিন্তু সেই পরীক্ষাও হতাশ করেছে রোনালদো ও  জুভেন্টাস ভক্তদের।


আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করলেন বার্সেলোনার বোর্ড সভাপতি


২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন রোনালদো। এরপর মেসির মুখোমুখি হওয়া হয়নি তার। সেই স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছিল এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। কিন্তু করোনা সেই আশায় জল ঢেলে দিল। অবশ্য করোনাভাইরাস সবার জন্যই একটা শিক্ষা। কারণ রোনালদো করোনা প্রটোকল অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তও হচ্ছে। ঘটনা সত্য হলে সাজাও পেতে হতে পারে রোনালদোর।

news24bd.tv আহমেদ