সবজি রপ্তানিতে যশোর উন্নতম

সবজি রপ্তানিতে যশোর উন্নতম

রিপন হোসেন, যশোর

যশোরে উৎপাদিত সবজি নিয়ে আগ্রহ বাড়ছে রপ্তানিকারকদের। জেলার কৃষকরা মানসম্মত এবং বিষমুক্ত সবজি উৎপাদন করায় সেখান থেকে বিদেশে সবজি রপ্তানির পরিমানও বাড়ছে দিনে দিনে।

দেশের বিভিন্ন এলাকার সবজি রপ্তানিকারকদের এখন অন্যতম প্রধান গন্তব্য যশোর।  


আরও পড়ুন: মুক্ত বাজার অর্থনীতির দোহাই দিলে বাজারে অনিয়ম বন্ধ হবে না


রপ্তানিযোগ্য সবজির বাজার হিসেবে যশোরের অবস্থান নিয়ে এক দশক আগেও ভাবেননি কৃষকরা।

বেশ কয়েকবছর ধরে রপ্তানি মানের ও বিষমুক্ত সবজি উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকায় এখন রপ্তানিকারকদেরও আগ্রহের কেন্দ্রে যশোর

জেলার চুড়ামনকাটি, বারীনগর, হৈবতপুর, কাশিমপুরের পাশাপাশি মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়াসহ অন্যান্য উপজেলাতেও মাঠজুড়ে আবাদ হচ্ছে উন্নতমানের সবজি।

চলতি মৌসুমে ৫০ মেট্রিক টন সবজি রপ্তানি হয়েছে এসব অঞ্চল থেকে। যা গেলো মৌসুমের তুলনায় বেশি।

নিরাপদ সবজি চাষে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

এসব প্রকল্পের অধিনে ৫শ’ কৃষকের জমিতে ফেরোমেন ট্র্যাপ, রঙিন ফাঁদসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

ফড়িয়াদের অপেক্ষা না করে উৎপাদিত সবজি সরাসরি রপ্তানিকারকদের কাছে বিক্রি করতে পারায় কৃষকরাও খুশি।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিপুল সবজি রপ্তানি হয়। মূলত প্রবাসী বাংলাদেশিরাই এসবের ক্রেতা।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর