ইউরোপে করোনায় মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপে করোনায় মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

ইউরোপে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপে গত সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ হারে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

খবরে বলা হয়, ডব্লিউএইচও’র মুখপাত্র ডা. মার্গারেট হ্যারিস বলেছেন, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়েছে।

উদ্বেগের সাথে লক্ষ্য করছি-হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র অসুস্থ রোগীতে পূর্ণ হতে শুরু করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়া একদিনে ৩২০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৮৯ জনে।

রাশিয়া একদিনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫৫০ জন। এমন পরিস্থিতে সব ধরনের গণজমায়েত স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির কর্তৃপক্ষ।


আরও পড়ুন: হঠাৎ কেন ইসলামবিরোধী হয়ে পড়লেন ফ্রান্স!


ইতালিতেও গত ২৪ ঘণ্টায় ২২১ জন মৃত্যুবরণ করেছেন। দেশটিতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ।

করোনা সংক্রমণ রোধে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় সোমবার সন্ধ্যায় ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়লেও ব্যবসায়ীরা লকডাউন মানতে নারাজ।

মঙ্গলবার ইউরোপের আরেকটি দেশটি অস্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে ইউরোপের দেশগুলো তাদের আরোপিত বিধিনিষেধের কার্যকারিতায় ‘পিছিয়ে’ থাকার কারণে গত দুই সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডা. হ্যারিস।

তিনি বলেন, ‘আমরা আক্রান্তের সংখ্যা কম দেখতে পাব, কিন্তু আপনি এটি রাতারাতি দেখতে পাবেন না। এর জন্য পদক্ষেপ মানতে হবে’।

তার কাছে করোনার দ্বিতীয় ঢেউ প্রথমটির চেয়ে আরও খারাপ কিনা জানতে চাইলে তিনি জানান, ‘আমরা আলাদা ধরণের বৈশিষ্ট দেখতে পাচ্ছি’।

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর