‘করোনা উন্নয়ন ব্যাহত করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন বা দুর্যোগ – সবসময়ই মানুষের পাশে থাকে সেনাবাহিনী। পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের আটটি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন করোনায় উন্নয়ন ব্যহত হলেও দ্রুতই তা কাটিয়ে উঠবে বাংলাদেশ।  

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস।

সেখানে শসস্ত্র বাহিনীর তিন ব্রিগেড ও ৫ ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান স্থলে সেনা প্রধান জেনারেল অজিজ আহমেদের উপস্থিতিতে হয় পতাকা উত্তোলন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪ সালে বঙ্গবন্ধু প্রনীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সেনাবাহিনীকে আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও আস্থার প্রতীক।

বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ।

আরও পড়ুন: ২৬ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা আসামি

শীতে এর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বাজায় রেখে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর