সিনেমা সংকটে হল মালিকরা

সিনেমা সংকটে হল মালিকরা

ফাতেমা কাউসার

সিনেমা সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে সরকার হল খোলার অনুমতি দিলেও সিনেমা সংকটে ভুগছেন হল মালিকরা। ১৬ই অক্টোবর 'সাহসী হিরো আলম' নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় দেশের ৩৯টি সিনেমা হলে। যা ব্যর্থ হয় হলে দর্শক টানতে।  

প্রযোজক সমিতির তথ্য বলছে, আগামী ডিসেম্বরের আগে মুক্তি পাওয়ার তালিকায় নেই একটিও নতুন চলচ্চিত্র।

এমন বাস্তবতায় খুলছে না দেশের অধিকাংশ সিনেমা হল।

২১৭ দিন পর ১৬ অক্টোবর থেকে দেশের প্রায় ৬৬টি সিনেমা হল খুললেও মুক্তি পায় মাত্র একটি নতুন সিনেমা। রাজধানীর আনন্দ সিনেমা কর্তৃপক্ষ জানালেন ‘সাহসী হিরো আলম’ সিনেমা দিয়ে লাভতো দূরের কথা খরচই তুলতে পারেনি তারা।

news24bd.tv

আনন্দ ও ছন্দ সিনেমা হলে জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুদ্দিন জানান, প্রতিদন হল পরিচালনা করতে যে খরচ হয় সেটি তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

বাকি হলগুলোতে চলছে শাকিব খানের পুরোনো সিনেমা। ২৩ অক্টোবর শুধুমাত্র রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায় ঊনপঞ্চাশ বাতাস। সারাদেশের হলে মুক্তি না পেলেও সিনেমাটি আসে আলোচনায়।


আরও পড়ুন: ইতিবাচক ধারায় ফিরছে রাজস্ব আদায়, প্রবৃদ্ধি ৪.১১


প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানালেন, আগামী দু সপ্তাহেও মুক্তির তালিকায় নেই আর কোনো নতুন চলচ্চিত্র।

প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলছেন, এমন বাস্তবতায় হল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অনেক হল মালিক।

এদিকে বর্তমানে মুক্তির জন্য প্রায় প্রস্তুত রয়েছে দুই ডজনেরও বেশি ছবি।   কিন্তু কবে এসব সিনেমা দেখবে আলোর মুখ তার উত্তর জানা নাই কারো।

news24bd.tv আহমেদ