বাইডেনের তীব্র সমালোচনা ট্রাম্পের কণ্ঠে

বাইডেনের তীব্র সমালোচনা ট্রাম্পের কণ্ঠে

আন্তর্জাতিক ডেস্ক

বাইডেনকে ভোট দিলে মার্কিনিদের জীবনমান উন্নয়নের সব পরিকিল্পনা পণ্ড করে দিবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার অ্যারিজোনায় অনুষ্ঠিত এক র‌্যালিতে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তার সফরসঙ্গী হন উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ। সেখানে ফারাজ প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দেখা সবচেয়ে প্রাণবন্ত ও সাহসী মানুষ হিসেবে অ্যাখ্যা দেন।

আর ট্রাম্প বলেন, ২য় মেয়াদে জয়ী হলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আধিপত্য পণ্ড করবেন তিনি।  


আরও পড়ুন: যুক্তরা‌ষ্ট্রের বিগত ক‌য়েকটা ‌র্নিবাচ‌নে বা‌জি ধর‌ছি


পুণরুদ্ধার করবেন ভাইরাসটিতে ধ্বংস হওয়া মার্কিন অর্থনীতি। ট্রাম্প বলেন, বাইডেন জয়ী হলে, মার্কিনিরা পাবে অযৌক্তিক লকডাউন, বেকারত্বের অভিশাপ আর অর্থনৈতিক সংকটসহ নানা দুর্ভোগ।  

এদিকে, একইদিন নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে একটি টিভি শোতে অংশ নিয়ে ট্রাম্পের করোনা মোকাবিলার দৈন্যদশার চিত্র তুলে ধরেন  জো বাইডেন।

এছাড়াও বুধবার ডেলাওয়্যারে আগাম ভোট দেন এই ডেমোক্রেট। ৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রায় ৮ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

news24bd.tv কামরুল