সাত মাস পর পর্যটক প্রবেশে খুলে দেয়া হল সুন্দরবন

সাত মাস পর পর্যটক প্রবেশে খুলে দেয়া হল সুন্দরবন

সামছুজ্জামান শাহীন, খুলনা:

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন সুন্দরবনে।

পর্যটক প্রবেশে অনুমতির খবরে কর্মচাঞ্চল্য ফিরেছে ট্যুর অপারেটরদের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে ভ্রমন পিয়াসুদের চাহিদা মেটাতে প্রয়োজনীয় প্রস্তুতি সারছেন তারা।

করোনা সংক্রমন রোধে চলতি বছরের ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বন অধিদপ্তর।

এতে সুন্দরবন কেন্দ্রিক খুলনা- মোংলার ৬৩ টি ট্যুর কোম্পানি অচল হয়ে পড়ে। আর্থিক সংকটে পড়েন পর্যটন খাতে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারী।


আরও পড়ুন: চট্টগ্রামে শব্দ দূষণে মারাত্মক ক্ষতি মুখে ৭০ লাখ বাসিন্দা


পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে শর্তস্বাপেক্ষে পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

তবে, করোনা সর্তকতায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর।

নতুন নির্দেশনা অনুযায়ী একটি লঞ্চ বা ট্রলার ৫০ জন যাত্রী পরিবহণ করতে পারবে। এরমধ্যে,  একসাথে ২৫ জন যাত্রী প্রথমে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। প্রথম ২৫ জনের ঘোরা শেষ হলে গ্রুপের বাকিরা বনে ঢুকবেন।

এছাড়া ট্যুর অপারেটরদের লঞ্চ বনে প্রবেশের আগে পর্যটকদের শরীরের তাপমাত্রা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।

বনে প্রবেশের অনুমতির খবর ট্যুর অপারেটরদের মাঝে আশার আলো জাগিয়েছে। পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলা মেনে চলা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv কামরুল

 

সম্পর্কিত খবর