পুরুষদের টাকনুর ওপরে, নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে নির্দেশ

পুরুষদের টাকনুর ওপরে, নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে নির্দেশ

অনলাইন ডেস্ক

পুরুষদের টাকনুর ওপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বীদের পর্দা মেনে চলার এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও অফিস চলার সময় সকলকে মোবাইল ফোন বা ফোনের শব্দ বন্ধ রাখার ব্যাপারেও বিধিনিশেধ জারি করা হয়েছে।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম এই নির্দেশ দিয়েছেন।

ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘এ বিজ্ঞপ্তি শুধু অফিসের ভেতরে দিয়েছি। সংবাদপত্র বা ফেসবুকে দিইনি। ’

গতকাল (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো। ’

সরকারি চাকরিবিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা অথবা সরকারি কোনও প্রজ্ঞাপন জারি হয়েছে কি—এমন প্রশ্ন করলে ডা. মুহাম্মদ আব্দুর রহিম বলেন, ‘ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

টাকনুর ওপরে যদি পুরুষ কাপড় পরে তাহলে তার কোনও গুনাহ নাই, টাকনুর নিচে পরলে সে কবিরা গুনাহ করলো। একইভাবে নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাকনুর নিচে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে না। এই জিনিসটা আমাদের দেশে উঠে গেছে। ’

আরও পড়ুন: ‘ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে’

এ বিজ্ঞপ্তি নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর