ইসলামিক টেররিস্টদের আক্রমণ: ম্যাক্রো

ইসলামিক টেররিস্টদের আক্রমণ: ম্যাক্রো

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের নিসে গির্জায় তিনজনকে ছুরি মেরে হত্যার ঘটনাকে ইসলামিক টেররিস্টদের আক্রমণ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন।   খবর বিবিসির।

ফ্রান্স নিজের মূল্যবোধ ত্যাগ করবে না বলওে ঘোষণা দেন তিনি।

গির্জা ও স্কুলের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত চার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত তিনজনের দুজন নারী। বয়স্ক একজনকে প্রায় গলা কাটা অবস্থায় দেখা গেছে।

এই ঘটনায় সন্দেহভাজন আক্রমণকারী পুলিশের গুলিতে মারা গেছে।

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফ্রান্স জাতীয় নিরাপত্তায় সর্বোচ্চ সতকর্তা নিয়েছে। পুলিশ বলছে, সন্দেভাজন আক্রমণকারীর বয়স ২১। এই মাসের শুরুর দিকে সে ফ্রান্সে আসে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর