চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অবৈধ বিলবোর্ড

চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অবৈধ বিলবোর্ড

শেখ জায়েদ, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে আবারও মাথাচারা দিচ্ছে অবৈধ বিলবোর্ড। তারের জঞ্জাল আর যত্রতত্র ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর। নগরকে দৃষ্টিদূষণমুক্ত রাখার দাবি সাবেক মেয়র ও নগরবাসীর।

আশ্বাস দিলেন প্রধান দুইদলের মেয়র প্রার্থী ও বর্তমান প্রশাসক।

 

news24bd.tv


এক সময় এরকমই বিলবোর্ডে ছাওয়া ছিলো বন্দরনগরীর আকাশ। সাবেক মেয়র আজম নাসিরের কঠোর হস্তক্ষেপে বিলবোর্ডমুক্ত হয় গোটা নগরী।  


নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থাপন করা হয় পরিবেশবান্ধব ডিজিটাল বিলবোর্ড।

সম্প্রতি নগরীর বেশ কয়েকটি স্থানে আবারো মাথাচারা দিয়ে উঠেছে বিলবোর্ড।

কোনটিতে সাঁটানো হয়েছে বিজ্ঞাপন আর কোনটি আছে অপেক্ষায়। পাশাপাশি যত্রতত্র পোস্টার সইনবোর্ড, ও ব্যানারে সৌন্দর্য হারিয়েছে নগরি।

দৃষ্টিপ্রতিবন্ধকতা রোধে জন সমর্থন আছে বলে দাবি সাবেক মেয়রের।


আরও পড়ুন: খোঁড়াখুড়িতে অতিষ্ট নগরবাসী, সমন্বয়ের তাগিদ


নির্বাচিত হলে পরিবেশ রক্ষা ও দূষণরোধে কাজ করবেন বলে জানান প্রধান দুই দলের মেয়র প্রার্থী আওয়ামীলীগ প্রার্থী, রেজাউল করিম,বিএনপি প্রার্থী ডা. শাহাদত হোসেন


অনুমোদহীন বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান চলমান বলে জানান সিটি করোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

তারের জঞ্জাল কমাতে সমন্বিতভাবে মাটির নীচ দিয়ে বিদ্যুত লাইন নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর