ফ্রান্সে জাতীয় সর্বোচ্চ সতকর্তা জারি

ফ্রান্সে জাতীয় সর্বোচ্চ সতকর্তা জারি

অনলাইন ডেস্ক

ফ্রান্সের নিস শহরে ছুরি হামলার পর জাতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন গির্জা এবং স্কুলগুলোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে বাড়তি ৪ হাজার সেনা।  

হামলার স্থান পরিদর্শন করে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না। তিনি এই হামলাকে ইসলামপন্থি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

 


আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের মোদির শুভেচ্ছা


বৃহস্পতিবারর নিস শহরের গীর্জার কাছে ছুরি হামলা চালিয়ে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে এবং মারা গেছে আরো দুজন। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গুলি করার পর তাকে আটক করেছে।  

পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সি আটককৃত ওই হামলাকারী গেলো মাসেই তিউনিশিয়া থেকে ফ্রান্সে এসেছে। নাম ব্রাহিম আইউসাওয়ি।

এই তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে তিউনিশিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারপর সেখান থেকে ইতালি হয়ে সে চলতি মাসে ফ্রান্সে পৌঁছায়।

news24bd.tv নাজিম