ফ্রান্সের নিসে শোক পালন, মন্ত্রীসভার জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের নিসে শোক পালন, মন্ত্রীসভার জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের নিসের গির্জায় ছুরি মেরে তিন জনকে হত্যা  করার ঘটনায় শুক্রবার শোক পালিত হয়েছে। গণমাধ্যমে এই ঘটনাকে জিহাদী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

 ঘটনাস্থল গির্জার বাইরে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে, সেখানে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এ্ হামলা ইসলামিক টেররিস্ট হামলা।


আরও পড়ুন: ফ্রান্সে জাতীয় সর্বোচ্চ সতকর্তা জারি


তিনি সিনিয়র মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। দু্ই সপ্তাহের মধ্যে একই ধরনের দুটি হামলার পর ফ্রান্সজুড়ে স্কুল ও উপসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই মাসের শুরুর দিকে একজন স্কুল শিক্ষককে গলাকেটে হত্যা করা হয়। তিনি ক্লাসে ছাত্রদেরকে হজরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে বিতর্কিত কার্টুন দেখিয়েছিলেন।

news24bd.tv তুষার

 

সম্পর্কিত খবর