অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না: জাস্টিন ট্রুডো

অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না: জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, আহত আরও অনেকে। বৃহস্পতিবার শহরটির নটরডেম ব্যাসিলিকায় এক যুবক ধারাল ছুরি নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও পড়ুন: 

সব সম্পত্তি একাই হজম করতে চেয়েছিল ইরফান!

মৃত্যুর আগ মুহূর্তে নানাকে যে গোপন কথা বলেছিল নুর নাহার

গণধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ৫


ট্রুডো বলেন, ‘এভাবে নির্মমভাবে হামলাকারী অপরাধী, সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না।

তিনি আরো বলেন, ‘এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বাবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূল্যবোধকে অবমাননা করার মতো। ’

নির্মম হত্যাকাণ্ডকে নিস শহরের মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নগরীর বৃহত্তম নটর ডেম গির্জার কাছাকাছি এ ঘটনা ঘটেছে।

হামলকারীকে আটক করা হয়েছে। ’

এ ঘটনার পর থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের।

nws24bd.tv কামরুল