একশ বছরে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়লো

একশ বছরে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়লো

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নির্বাচনে এখন শেষ সময়ের প্রচার-প্রচারণা চালাচ্ছেন দুই প্রতিপক্ষ ট্রাম্প ও বাইডেন। একদিন দুজন যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় দুই অঙ্গরাজ্যে একজনের পর একজন নিজেদের প্রচারণায় চালিয়েছেন।  


আরও পড়ুন:কল্যাণপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা মেয়রের


শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাবেশ করেন মিনেসোটায়। যেখানে চার বছর আগে তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীয় হিলারী ক্লিনটন যেখানে খুবই কম ভোট পেয়েছিলেন।

অন্যদিকে জো বাইডেন যান আইওয়াতে, যেখানে ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে মাত্র ১০ পয়েন্ট ভোট দিয়েছিলো।


আরও পড়ুন: হাজার ছক্কার মাইলফলকে গেইল


এখন পযন্ত নির্বাচনীয় জরিপগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন বেশ কিছু পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে ট্রাম্পের জন্য এখনো ইতিবাচক দিক হচ্ছে, তিন দিন আগে হলেও মার্কিনীরা তার সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত বদলাতে পারে বলছে বিশ্লেষকরা।

যেটা ঘটেছিলো হিলারীর ক্ষেত্রেও ঘটেছিলো।

পপুলার ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল ভোটে এগিয়ে গিয়েছিলো ট্রাম্প।


আরও পড়ুন:বজ্রপাত হতে পারে আজ


তবে এবারের নির্বাচনে এই শতাব্দীর সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় সাড়ে ৫ কোটি ভোট পোস্টাল ভোট নিয়ে এখন পযন্ত প্রায় সাড়ে আট কোটি আগাম ভোট দিয়ে ফেলেছেন মার্কিনীরা।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর