তুরস্ক-গ্রিসে ভূমিকম্প ও সুনামিতে ২২ জনের মৃত্যু

তুরস্ক-গ্রিসে ভূমিকম্প ও সুনামিতে ২২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর জানা গেছে।  

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ৭ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল তুরস্কের উপকূলীয় ইজমির প্রদেশ। এতে প্রায় আটশো মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর গ্রীসের সামোসে দেয়াল ধসে দুজন মারা গেছে।

 

শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর বিভিন্ন অঞ্চলের বাড়িঘর ধসে পড়ে। ইজমির অঞ্চলে সুনামির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানেই ধসে ভবনের ভেতরে প্রচুর মানুষ আটকা পড়ে। শুধু ইজমিরেই অন্তত ১৭টি ভবন ধসে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভূমিকম্প অন্তত ২৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ছিলো।  


আরও পড়ুন: একশ বছরে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়লো


রাতভর চলে এসব অঞ্চলের উদ্ধার তৎপরতা। প্রায় ২ হাজারের বেশি মানুষ খোলা আকাশের নীচে সরকারি তাবুতে রাত কাটিয়েছে। ভূমিকম্পের পর এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন।

তুরস্ক ও গ্রীসে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

news24bd.tv নাজিম