কাল খুলছে জাতীয় চিড়িয়াখানা

সুকন্যা আমীর

কাল থেকে খুলছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। তাইতো রঙ-তুলির আঁচড়ে নতুন রুপে সাজানো হচ্ছে বিনোদনের এ কেন্দ্রটি।


আরও পড়ুন: রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না


সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাসহ থাকছে ১০টি শর্ত।  

ধুয়ে মুছে পরিস্কার করা হচ্ছে জমাট বাধা ইটগুলো।

রং তুলিতে চলছে লালচে আঁচড়, টানানো হয়েছে সচেতনতার নির্দেশনা।


আরও পড়ুন: একশ বছরে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়লো


পিচ পথের দুধারের গাছগুলোও সেজে উঠছে লাল সাদার বুনটে। আর ডাল পালাগুলো গাঢ় সবুজের ছোঁয়ায় হেসে খেলে একাকার।  

এসবই হচ্ছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্যে।

কারণ প্রায় সাড়ে সাত মাস পর, ১ নভেম্বর থেকে খুলছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। থাকছে স্বাস্থ্যবিধি মানাসহ ১০ শর্ত।

কর্মরত শ্রমিকরা জানালেন, দর্শনার্থীদের চমক দিতেই দিন-রাত এক করে কাজ করছেন তারা।
আর কিউরেটর বলছেন, সরকারি নির্দেশনা মেনেই খুলে দেয়া হচ্ছে বিনোদনের এ কেন্দ্র।   


আরও পড়ুন: বজ্রপাত হতে পারে আজ


চিড়িয়াখানা পরিদর্শনের সময় থাকবে সকাল ৯টা থেকে বেলা ৩টা। পড়তে হবে মাস্ক, হ্যান্ডপরিস্কার রাখা সহ দর্শনার্থীদের অনুসরণ করতে হবে এক মুখী পথ। বন্ধ থাকবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রবেশ। প্রাণীদের বিরক্তরোধে চলবে সতর্কতামূলক প্রচারণাও।

news24bd.tv তুষার

 

সম্পর্কিত খবর