কী পরিণতি হলো করোনা নিয়ে জন্ম নেওয়া শিশুটির ?

কী পরিণতি হলো করোনা নিয়ে জন্ম নেওয়া শিশুটির ?

চন্দ্রানী চন্দ্রা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে ছাড় পায়নি প্রৌঢ় থেকে যুবক, কিশোরও। এবার কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছে পেরুর সবচেয়ে ছোট শিশু। সময়ের আগে জন্ম নেয়া শিশুটির নাম জর্জিটো।    
   
পেরুতে করোনা ভাইরাস নিয়ে মানুষের মাঝে আশা জাগিয়েছে সময়ের আগে জন্ম নেয়া এক অবিশ্বাস্য শিশু।

  
শিশুটির নাম জর্জিটো। প্রিম্যাচিওর শিশুটি করোনা পজেটিভ নিয়ে জন্ম নেয় এবং করোনার সাথে লড়াই করে সুস্থ্য হয়ে উঠে।


আরও পড়ুন: তিনজনকে হত্যার পর মাটিচাপা: ৯ জনের বিরুদ্ধে মামলা


বেবি জর্জিটো তাঁর জীবনের প্রথম চার সপ্তাহ রাজধানী লিমার একটি হাসপাতালে চব্বিশ ঘণ্টা নিবিড় পরিচর্যায় কাটিয়েছে। মাত্র ৫৮০ গ্রাম ওজন নিয়ে তিনমাস আগে জন্ম নেয়া শিশুটি, করোনাভাইরাস রোগীদের মধ্যে আশা জাগানিয়া ভূমিকা রেখেছে।

শিশুটির মা লিসি ইয়াইয়া বলেন ’এটি একটি অলৌকিক ঘটনা, আমরা একসাথে রয়েছি। আমার কাছে জর্জিটো হল প্রেম, আশা এবং সর্বোপরি বিশ্বাসের প্রতীক। ’


আরও পড়ুন: কয়েদির পোশাকে মিন্নির ছবি ভাইরাল


চিকিৎসক আমাডা আর্টেকো বলেন ’এই হাসপাতালের সবচেয়ে ছোট বাচ্চা জর্জিটো সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লো। ২৩ সপ্তাহের গর্ভাবস্থায় করোনা পজিটিভ ও অন্যান্য আরো কিছু অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো তার মা। ’ 


আরও পড়ুন: দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস


জর্জিটো জন্মগ্রহণ করেছিলেন জুনের মাঝামাঝি সময়ে। পেরুর মহামারি ছিলো সেসময় সর্বোচ্চ অবস্থায়। প্রায় চার মাস চিকিৎসা নেওয়ার পর মা ও শিশু দুজনই সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর