'পুলিশের খারাপ কাজে প্রতিবাদী কণ্ঠটা আপনারই হোক'

'পুলিশের খারাপ কাজে প্রতিবাদী কণ্ঠটা আপনারই হোক'

অনলাইন ডেস্ক

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।  

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে অবশ্যই একটি শান্তিপূর্ণ সমাজ আমরা বির্নিমাণ করতে পারব। যেখানে মাদক থাকবে না।

আমরা সন্তান ঘর থেকে বের হলে ভয়ে আমার বুক কাঁপবে না। যে সন্তান আবার ঘরে ফিরে আসবে কি-না?

পুলিশের খারাপ কাজে প্রতিবাদী কণ্ঠটা আপনারই হোক। আপনিই ওই এলাকার কমিনিউটি পুলিশের সদস্য হিসেবে কাজ করবেন। মানুষের জন্য কাজ করবেন।

তিনি জানান, সাধারণ মানুষ যাতে পুলিশকে ভয় না পেয়ে যেকোন সাহায্যের জন্য আসতে পারে, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

news24bd.tv কামরুল