ফ্রিজে গোখরা, দরজা খুলতেই উঠল ফোঁস করে!

ফ্রিজে গোখরা, দরজা খুলতেই উঠল ফোঁস করে!

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ভারতের জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহা তাঁর বাড়িতে থাকা ফ্রিজটিতে কিছুই রাখছিলেন না। গত কয়েকমাস ধরে তা বন্ধই পড়ে ছিল। শনিবার সকাল থেকে ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল।

দুপুরের দিকে পল্টনবাবু খেয়াল করেন পচা গন্ধ আসছে ফ্রিজ থেকে।

এরপর তিনি ফ্রিজ খুলে ডিপ ফ্রিজের বক্স খুলতেই লক্ষ করেন ভেতর থেকে ফোঁস করে আওয়াজ করে মুখ বের করছে একটি গোখরো সাপ। সঙ্গে সঙ্গেই ফ্রিজ বন্ধ করে ছুটে বেরিয়ে পড়েন ঘর থেকে। এরপর তিনি খবর দেন পরিবেশকর্মী দেবার্ঘ্য রক্ষিতকে।

দেবার্ঘ্য রক্ষিত বলেন, খবর পাবার সঙ্গে সঙ্গেই ছুটে এসেছিলাম।

দেখি সাপটি ততক্ষণে ডিপ ফ্রিজের পেছনে গিয়ে ঢুকেছে। এরপর ফ্রিজের মেকানিক ডেকে এনে সেটিকে ঘর থেকে রাস্তায় এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বের করা হয়। সেটি থেকে বের হয় একটি গোখরো সাপ।

আরও পড়ুন: ফরাসি পণ্য বয়কট ইস্যুতে সমালোচকদের ‘ঝাড়লেন’ নুসরাত ফারিয়া

ফ্রিজটি বেশকিছুদিন অব্যবহৃত থাকায় ফ্রিজের জল বেরোনোর জায়গায় দিয়ে ইদুর ভেতরে ঢুকে বাসা বেঁধেছিল। সেই ইদুর খেতে সাপটি ভেতরে ঢোকে। আর ভেতরে কয়েকটি মরা ইদুর থাকায় পচা গন্ধ বের হচ্ছিল বলে ধারণা তার।

প্রথমে ভাবি, পরে ভাতিজা, শেষে মাটি খোঁড়ার সময় ভাইকে খুন করে দীন

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর