চীন, মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

গেল অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ২৫ হাজার মেট্রিকটনের বেশি । আসার পথে রয়েছে আরো  ৪ হাজার  মেট্রিকটন । সরবরাহ বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জে  কমেছে পেঁয়াজের দর ।

চীন ও মিশরের পেঁয়াজ কেজিতে ২৫ থেকে ৩০ টাকা আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে  ৪০ থেকে ৪৫ টাকায় ।

এতে কিছুটা স্বত্বিতে সাধারণ ক্রেতারা ।  

গেল অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ২৫ হাজার মেট্রিকটনের বেশি। আসার পথে রয়েছে আরো ৪ হাজার মেট্রিকটন  পেঁয়াজ ।

আমদানি কারকদের অভিযোগ,মিয়ানমারের  পেঁয়াজ সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসতে সময় লাগছে এক মাসের মত ।

এ কারণে  বেশিরভাগ  পেঁয়াজই জাহাজে  নষ্ট হচ্ছে।   এতে লোকসান গুনতে হচ্ছে  তাদের।


আরও পড়ুন: সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষীরা


এদিকে, সরবরাহ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছুটা কমেছে পেঁয়াজের দর। চীন ও মিশরের পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে  ২৫ টাকা থেকে ৩০ টাকা দরে । আর মিয়ানমারের  পেঁয়াজ ৪০ থেকে  ৪৫ টাকা দরে।   

খুচরা বাজারে এসব পেঁয়াজ  কেজিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে । এতে কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা ।   
তবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের কোন বিকল্প নেই বলে মনে করেন ভোক্তারা ।

news24bd.tv তুষার