অসময়ে ভাঙ্গন, অসহায় মানুষ

আতিকুর রহমান

টাঙ্গাইলে অসময়ে যমুনা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে ।   পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙ্গনের কবলে পড়েছে নাগরপুর

উপজেলার নদীতীরবর্তী অন্তত ৩ টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। নির্বিচারে বিলীন হচ্ছে বসতঘর, ফসলী জমি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।

  

চলতি বছরের মাঝামাঝিতে টাঙ্গাইলে যমুনার পানি বাড়তে শুরু করলে শুরু হয় ভাঙ্গন। পানি কমার সঙ্গে সঙ্গে আবারো ভাঙ্গছে নদীর দুপাড়।


আরও পড়ুন: দুই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার


এ্ই দফায় নাগরপুর উপজেলার নদী তীরবর্তী দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম ভাঙ্গনের কবলে পড়েছে। নির্বিচারে বিলীন হচ্ছে বসতঘর, ফসলী জমি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়ার দাবিতে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগীরা।
ভাঙ্গন কবলিতদের দাবির প্রেক্ষিতে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম।  

দ্রুতই স্থায়ীভাবে বন্ধ হবে নদী ভাঙ্গন- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

news24bd.tv তুষার