কাল রাত বারোটায় শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

কাল রাত বারোটায় শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

মৌসুমে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো। বুধবার  রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা।


আরও পড়ুন: এমএলএমের নামে প্রতারণা


ইলিশ উৎপাদন ঠিক রাখতে সরকার এই নিষেধাজ্ঞা দেয়।  

নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহণ নিষিদ্ধ করা হয়।

  এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডেরও বিধান রয়েছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর ও এই সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছিল।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর