জয়ের কাছাকাছি বাইডেন, অনেক পেছনে ট্রাম্প

জয়ের কাছাকাছি বাইডেন, অনেক পেছনে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১৮টি ইলেকটোরাল কলেজ ভোট।

সংবাদামাধ্যম দ্যা গ্যার্ডিয়ান তাদের লাইভ ইলেকটোরাল কলেজ ভোটে এই সর্বশেষ তথ্য জানিয়েছে।

news24bd.tv

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফল নির্ধারক হতে পারে অঙ্গরাজ্যগুলোতে বাইডেন-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন।

এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার। যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড।  

news24bd.tv আহমেদ

আরও পড়ুন: 

যে ৫ রাজ্যের ভোটে নির্ধারণ হবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

যে নয় অঙ্গরাজ্যে ভোট গ্রহণের শেষ সময় ও গণনার সময় ভিন্ন

ভোটের ফলাফল পেতে দেরী করতে হতে পারে কয়েকদিন

ভারতে কমলা হ্যারিসের জয়ের জন্য প্রার্থনা

সহিংসতার আশঙ্কা, ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছেন মার্কিনিরা

মার্কিন নির্বাচনে ভোট দিলেন সাকিবপত্নী শিশির

নির্বাচনে জিতলে কমলা হ্যারিস হবেন প্রথম এশীয় আমেরিকান নারী

মার্কিন নির্বাচনে জয় পেতে পারেন কৌশলী নেতা মাইক পেন্স

মার্কিন নির্বাচনের ইতিহাস

আগামি চার বছরের জন্য মার্কিন মসনদে কে বসছেন? (ভিডিও)

ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প

হোয়াইট হাউজ দখলের লড়াই আজ

কে এগিয়ে ট্রাম্প না বাইডেন?