পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

খায়রুজ্জামান সোহাগ

ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবছর বাজার দর ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন তারা ।

তবে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধসহ সহজ শর্তে  ঋনের দাবী  তাদের । পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগীতা করছে স্থানীয় কৃষি বিভাগ  ।

  

ফরিদপুরের হালি, দানা ও মুড়িকাটা পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে । এখানকার  উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ।

বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নগরকান্দা, সালথা, ভাঙ্গা ও সদর উপজেলার কৃষকরা । বাজার দর ভাল থাকায় লাভের আশায় তারা ।

  

কৃষকরা জানান, ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানী করা হলে লোকসান গুনতে হবে তাদের । আমদানী বন্ধসহ সহজশর্তে ঋনের দাবী জানিয়েছেন তারা ।  


 

আরও পড়ুন: করোনার ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে আবাসনখাত


পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে,  ফরিদপুর জেলায় প্রায় ৫হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজের আবাদ করা হয়েছে । যা থেকে প্রায় ৬৩হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর