রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পাহাড় ধস

রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

পাহাড় ধসে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার সকাল টানা বৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ও দিঘীনালা সড়কে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সারাদিন বিচ্ছিন্ন ছিল রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতভর টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

সড়কে পাহাড়ি মাটি নেমে এসে জমাট বাধে। অন্যান্য সড়কে সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকলেও পাহাড়ে বড় একটি অংশ ভেঙ্গে মারিশ্যা-দিঘীনালা সড়কে এসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মারাত্মক ভোগান্তিতে পরে দূর পাল্লার গাড়িগুলো।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম জানান, রাত থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ে মাটি ভেঙ্গে সড়কে জমাট বেধেছে। তাই গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগকে জানানো হয়েছে। তাদের কর্মচারীরা মাটি সড়ানোর কাজ করছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর