যুক্তরাষ্ট্রে মারামারি কী হবেই?

আনোয়ার সাদী

যুক্তরাষ্ট্রে মারামারি কী হবেই?

আনোয়ার সাদী

এখন নতুন একটি আশঙ্কা ঘুরপাক খাচেছ মার্কিনিদের মনে। তাহলো নির্বাচনের পুরো ফলাফল জানতে কী বেশ কিছুদিন সময় লেগে যাবে? এমনটা ভাবার কারণ পোস্টাল ভোট বা ডাকযোগে দেওয়া ভোটের পরিমান। মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়ায় পোস্টাল ভোট নিয়ে লড়াই চলছে। এসব ভোটের গণণা এখনো শেষ হয়নি।

 

বাইডেন এসব ভোটের পুরোপুরি গণণা চান। ফলে ডাক যোগে দেওয়া ভোটের গণণা শেষ না হলে নির্বাচন পুরোপুরি সম্পন্ন হলো না বলেই মত দিচ্ছেন বিশ্লেষকরা।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছেন। একবার কোনো বিষয় নিয়ে আদালতে গেলে তা নিশ্চয়ই ঘণ্টাখানেকের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে না।

বিচারপতিরা দুপক্ষের কথা শুনবেন, যুক্তি শুনবেন কার যুক্তি গ্রহণযোগ্য তা আইনের নিরিখে নির্ধারণ করবেন। তারপর একটা সম্মানযোগ্য সমাধান আসবে। তাহলে সেখানেও সময় লাগার একটা বিষয় আছে।   


আরও পড়ুন: মার্কিন নির্বাচনে এ পর্যন্ত যা ঘটলো


এদিকে বাইডেন কিছুটা এগিয়ে থাকলেও ট্রাম্প প্রবলভাবে পিছিয়ে নে্ই। ফলে এখনি নিশ্চিত করে বলা যাচেছ না কে জিতে যাবেন। সেটা বলার জন্যও সময় লাগবে। ফলে, মার্কিনিদের মনে এক ধরনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে জো বাইডেন ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে রাখলেও ট্রাম্পের দিক থেকে তেমন সরল ঘোষণা কেউ পায়নি। বরং ট্রাম্প শুনিয়েছেন আদালতে যাওয়ার হুমকি। নিজের নিশ্চিত জয়ের সম্ভাবনার কথা।

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। অংশগ্রহনকারীরা ট্রাম্পের বিরোধী এটা নিশ্চিত, তারা হয়েতো বাইডেনের সমর্থক। ট্রাম্পের সমর্থকরাও যদি রাস্তায় নেমে আসে, তাহলে তা উত্তেজনা আরো ঘণীভূত করবে সন্দেহ নেই। গণমাধ্যম জানাচ্ছে হোয়াইট হাউজের সামনে সংঘর্ষ হয়েছে।


 আরও পড়ুন: ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ, হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষ


যদিও বেশিরভাগে বিক্ষোভ শান্তিপূর্ণ হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে যুক্তরাষ্ট্র কী নির্বাচনোত্তর সহিংসতা দেখতে যা্চ্ছে? মারামারি হতে পারে? 

মার্কিন নাগরিকদের কারো কারো মনে একধরনের অনিশ্চয়তা থাকলেও নির্বাচন ঘিরে সহিংসতা হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলেই বিশ্লেষকদের মত। নির্বাচন নিয়ে যদি শেষ পর্য ন্ত বিরোধ থেকেই যায় তবে সে লড়াই গড়াবে আদালতে। দুপক্ষের প্রস্তুতি দেখে এটা সহজেই অনুমান করা যায়। আর এখানেই লুকিয়ে আছে গণতন্ত্রের বিউটি।  

আনোয়ার সাদী, সিনিয়র নিউজ এডিটর, নিউজ টোয়েন্টিফোর।

news24bd.tv নাজিম