মার্কিন প্রেসিডেন্ট কে, জানা যাবে ৫ অঙ্গরাজ্যের ভোটের পর

মার্কিন প্রেসিডেন্ট কে, জানা যাবে ৫ অঙ্গরাজ্যের ভোটের পর

অনলাইন ডেস্ক

অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসালভানিয়া ও উইসকনসিন ব্যাটলগ্রাউন্ডগুলোতে কে জয়ী হন সেটির ওপর নির্ভর করছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছেন। এই ৫টি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি।

নির্বাচনী ফল বিশ্লেষণে জানা গেছে, বেশিসংখ্যক অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। কিন্তু সেগুলোতে ইলেকটোরাল ভোট কম।

রিপাবলিকান প্রার্থী ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্য দখলে নিয়েছিলেন ট্রাম্প।  

বাইডেন ১৮টি রাজ্যে জয়ী হলেও সেগুলোকে ইলেকটোরাল ভোট বেশি।

যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটন রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন এসব রাজ্য থেকে জয়ী হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি অনুযায়ী, পপুলার ভোটে যে জয়ী হবে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না, যদি না ইলেকটোরাল কলেজ ভোট পক্ষে না থাকে। আগের নির্বাচনে হিলারি ক্লিনটন সাড়ে ২৯ লাখ ভোট বেশি পেয়েও জয়ী হতে পারেননি ট্রাম্পের সঙ্গে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার বিকাল পৌনে ৪ টা পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে তাতে ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।

আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। এখনো সাতটি রাজ্যের ফল ঘোষণা করা হয়নি। ৮৭ ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসালভানিয়া ও উসকনসিনের ফল ঘোষণার বাকি আছে এখনও।

উইসকনসিনে ১০ টি ইলেকটোরাল ভোট রয়েছে। সেখানে ৯৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে জো বাইডেন এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসালভানিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ২০ টি। এই ব্যাটলগ্রাউন্ডের ভোটই শেষ পর্যন্ত জয় পরাজয়ের নিয়ায়ম হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: শেষ খবর: হাওয়াই যাচ্ছে বাইডেনের থলেতে

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২৩টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস অন্যতম।   এছাড়া ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও রয়েছে।

আরও পড়ুন: জয় পেতে ট্রাম্পের দরকার ৫৭, বাইডেনের ৩২

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর