চট্টগ্রাম মেডিক্যালে একটি কক্ষ ঘিরে আতঙ্ক

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি পরিত্যক্ত স্টোররুমে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমান রাসায়নিক পদার্থ। প্রায় ৪৩ বছর ধরে কক্ষটিতে এসিড ও রি- এজেন্টসহ বিপজ্জনক দাহ্য পদার্থ পড়ে থাকলেও অপসারণের কোন উদ্যোগ নেই কলেজ কর্তৃপক্ষের।

হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় রাসায়নিকের এমন মজুদকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।  

 ১৯৫৭ সালে দোতলা ভবনে ফার্মাকোলজিসহ কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের।

ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় সম্প্রতি সবগুলো বিভাগ নতুন ১০ তলা ভবনে স্থানান্তর করা হয়েছে। পুরাতন ভবনটির এই স্টোর রুমটিকে ঘিরে আতঙ্কের শেষ নেই। কথিত আছে, রুমটি প্রায় ৪৩ বছর ধরে তালাবদ্ধ। সুনির্দিষ্ট তথ্য

না থাকলেও ধারণা করা হচ্ছে এখানেই মজুদ আছে এসিড, এলক্যালি ও রিএজেন্টসহ বিপুল পরিমান রাসায়নিক পদার্থ।


আরও পড়ুন: রাজধানীতে বৈদ্যুতিক নকল তারের কারখানায় র‌্যাবের অভিযান


ফার্মাকোলজি বিভাগের ল্যবরেটরিতে ব্যবহারে জন্য কলেজের জন্মলগ্নে এসব কেনা হয়েছিলো। এসব রাসায়নিক পদার্থ বিপজ্জনক বললেও অপসারণের বিষয়ে কোন উদ্যোগের কথা জানাতে পারেন নি পরিচালক।

আর দীর্ঘ দিনেও এসব দাহ্য পদার্থের বিষয়ে কোন সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবিদরা। হাসপাতাল এলাকায় জননিরাপত্তার প্রশ্নে দ্রুতই এসব রাসায়নিকের ব্যপারে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তপক্ষ- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর