ট্রাম্প সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করতে পারছেন না

ট্রাম্প সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করতে পারছেন না

গোলাম মোর্তোজা

যে সব দেশে প্রতিষ্ঠান শক্তিশালী সে সব দেশ শেষ পর্যন্ত সংকট কাটিয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম লিগ্যালি ও এথিক্যালি যা করা যায় না,তেমন বহুকিছু করার চেষ্টা করছেন।

কিন্তু খুব বড়কিছু করতে পারছেন না। কারণ আমেরিকার অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠানিক ভিত্তি।

আমেরিকায় তো সেই অর্থে আমাদের মত নির্বাচন কমিশন নেই।


আরও পড়ুন: সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী লাইফ সাপোর্টে


নির্বাচনের রেজাল্ট সার্টিফাই করে অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তারা। ট্রাম্প কিন্তু সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করতে পারছেন না।

এখন আর ট্রাম্পের পক্ষে প্রেসিডেন্ট হিসেবে আরও চার বছর থাকার সুযোগ নেই।

আদালতে যাবেন,আরও বহু পাগলামি হয়ত তিনি করবেন।

এই রেজাল্ট বদলে দেওয়ার মত কোনো ঘটনা আমেরিকায় ঘটবে বলে মনে হয়না। যদিও ট্রাম্প সুপ্রিম কোর্টকে দলীয়করণের সর্বোচ্চটা করে রেখেছেন।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক । (ফেইসবুক থেকে )

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর